শেষ আয়োজন.....
💜💜💜💜শেষ আয়োজন💜💜💜💜
হঠাৎ হুট করে নিভে যাবে জীবনের আলো,
সে-দিন কাপন মোড়ানো লাশটাকে সবাই ভাসবে ভাল,
কত জনের আহাজারি, কত শত বাহ্ বাহ্
বেঁচে থাকতে যার কথায় আঁচ কাটেনি তাদের গাঁ।
মায়ার নেকা কান্নাতে ভরে উঠবে মজলিশ,
সেদিন আমি শুয়ে রবো ঐ কবরে
মাথায় দিয়ে মাটির বালিশ।
ভাই বন্ধু আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশী
সকলের মুখে তখন গুণগান রাশি রাশি।
কেউ বা মুখে খুশি কেউ হয়ত মনে,
শৃন্যের শৃন্যতায় হারিয়ে যাব গোপনে।
কেউ আমায় গোসল দিবে কেউ দিবে গোলাপ জল,
তাড়াহুড়ো, খুব তাড়াহুড়োই চলবে জীবনের শেষ আয়োজন।
আয়োজনের পরিশেষে মোড়াবে আমায় কাপনে
শেষ বার দেখবে সবাই আমায় আপনে।
নিথর দেহ প্রান হীন কাপনেতে বন্ধ,
আয়োজনের শেষে কাটিয়াতে চারদিকে অন্ধ।
ভাই বন্ধু প্রিয়জন তুলে নিবে খাটে,
চার পায়ে গাড়ি করে নিয়ে যাবে মসজিদের মাঠে।
চলবে শেষ নামাজের আয়োজন,
যেখানে আমার দাড়ানোর থাকবে না ধম।
মোনাজাত শেষে,দাপনের মাঝে
পুরাবে আমার শেষ আয়োজন।
😭😭😭😭😭
হঠাৎ হুট করে নিভে যাবে জীবনের আলো,
সে-দিন কাপন মোড়ানো লাশটাকে সবাই ভাসবে ভাল,
কত জনের আহাজারি, কত শত বাহ্ বাহ্
বেঁচে থাকতে যার কথায় আঁচ কাটেনি তাদের গাঁ।
মায়ার নেকা কান্নাতে ভরে উঠবে মজলিশ,
সেদিন আমি শুয়ে রবো ঐ কবরে
মাথায় দিয়ে মাটির বালিশ।
ভাই বন্ধু আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশী
সকলের মুখে তখন গুণগান রাশি রাশি।
কেউ বা মুখে খুশি কেউ হয়ত মনে,
শৃন্যের শৃন্যতায় হারিয়ে যাব গোপনে।
কেউ আমায় গোসল দিবে কেউ দিবে গোলাপ জল,
তাড়াহুড়ো, খুব তাড়াহুড়োই চলবে জীবনের শেষ আয়োজন।
আয়োজনের পরিশেষে মোড়াবে আমায় কাপনে
শেষ বার দেখবে সবাই আমায় আপনে।
নিথর দেহ প্রান হীন কাপনেতে বন্ধ,
আয়োজনের শেষে কাটিয়াতে চারদিকে অন্ধ।
ভাই বন্ধু প্রিয়জন তুলে নিবে খাটে,
চার পায়ে গাড়ি করে নিয়ে যাবে মসজিদের মাঠে।
চলবে শেষ নামাজের আয়োজন,
যেখানে আমার দাড়ানোর থাকবে না ধম।
মোনাজাত শেষে,দাপনের মাঝে
পুরাবে আমার শেষ আয়োজন।
😭😭😭😭😭
Comments
Post a Comment