Posts

Showing posts from January, 2019

সব সময় আল্লাহকে সরণ করুন,তার প্রতিদান একমাত্র তিনি দিবেন.....

💜💜💜💜💜💜💜💜💜 দুনিয়ার সবাই আপনাকে ভুল বুঝতে পারে, আপনাকে ছেড়ে চলে যেতে পারে, সবাই আপনাকে দুঃখ দিতে পারে,আপনার সাথে প্রতারণা করতে পারে। দুনিয়ার কেউই আপনাকে আপনার মত করে না বুঝতে পারে! কিন্তু আমি আজ আপনাকে এমন একজনের কথা বলব- যিনি আপনাকে কখনোই ভুল বুঝবে না, আপনাকে ছেড়ে কখনোই চলে যাবেন না। যিনি আপনাকে কখনোই ঠকাবেন না,যিনি আপনাকে কখনো ভুলে যাবেন না।  তিনি আমার আপনার রব 'আল্লাহ' নিজের দুঃখের কথা,কষ্টের কথা,বুক ভরা বেদনার কথা,নিজের একান্তই কিছু চাওয়া পাওয়ার কথা, সেই সব  দীর্ঘশ্বাসের কথা আপনি আপনার রবকে বলুন। তিনি কখনো আপনাকে হতাশ করবেন না। তিনি জানেন একাকী আপনি এই ফিত্মাময়, বন্ধুর পথ চলতে চলতে কতটা ক্লান্ত। এজন্যই তো তিনি আপনাকে অসহায়,দুর্বল তাঁর মুখাপেক্ষী  করে সৃষ্টি করেছেন যেন আপনি বার বার তাঁর কাছেই ফিরতে পারেন। নিজের জমানো দুঃখের কথা,অস্থিরতা পেরেশানির কথা বার বার তার কাছেই বলতে পারেন। 💜💜💜💜💜💜💜💜💜

দ্বীনি পথে এতই যে শান্তি,না আসিলে বুঝিবে না আমি তুমি আপনি....

    💜💜💜💜 আলহামদুলিল্লাহ্‌ 💜💜💜💜 — দাড়িটা বড় করেই দেখুন, কি হবে দেখা যাবে! যতই জংগি বলুক কাটব না। . — পর্দাটা করেই ফেলুন না, দেখুনতো কতদূর যেতে পারেন, লোকে কি বলল তাতে কি আসে যায়? . — হারাম ব্যবসাটা ছেড়েই দেখুন, যাই হোক হালাল রুজি করে খাব। . — নামাজটা শুরু করেই বলুন, নাহ! নামাজ আর মিস দিব না যেখানেই থাকি না কেন! . — নাটক, সিনেমা, মুভি, খেলা দেখা বাদ দিয়েই দেখুন আপনার এসবের প্রতি আসক্তি কত কমে গেছে, পরে নিজে থেকেই বলবেন : ধ্যাত! এসব তো সব ঈমান নষ্ট করার হাতিয়ার। . — বয়স তো হলই বিয়েটা করেই ফেলুন! দ্বীনদার মেয়ে, হউক না একটু শ্যমলা, দ্বীনি তো! আল্লাহ হয়ত এরই মাঝে প্রশান্তি দিবেন। . — হারাম রিলেশনটা ছেড়েই দেন আজই! নাহ আর একটা দিনও হারাম সম্পকে নাহ। কালই যদি মারা যাই? তওবা করার সুযোগ পাব না। . — সিগারেটটাই ছাড়া হচ্ছে না? বাদই দেন। এত কষ্ট করে পড়া নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না! নাহ! ছেড়েই দিব। আর ছুতেই দেখব না। . — সব কিছু কন্ট্রোল এ আছে বাট এই গীবত টাই কন্ট্রোলে আসছে না। ইনশাআল্লাহ কাল থেকে অযথা কথাই বলব না। যত যা হবার হউক। . আপনি শুরু করুন। স্টার্ট বাটনে ক্লিক ক

হতাশা,নিজেরাই নিজেদের কাছে টেনে আনি।

🌺🌺👉হতাশা👈🌺🌺 যখন আমাদের খুব কাছের কেউ আমাদের ছেড়ে চলে যায়,, তখন আমরা খুব বেশি ভেঙ্গে পড়ি,, কাঁদতে থাকি... হোক সেটা দুনিয়ার কোন মানুষ,, কিংবা ঐ পাড়ে চলে যাওয়া মানুষ... হতে পারে সেটা নিজের মা-বাবা,, ভাই-বোন,, স্বামী-স্ত্রী,, সন্তান,, বন্ধু-বান্ধব কিংবা অন্য যেকোনো সম্পর্ক... . আমরা এতবেশি ভেঙ্গে পড়ি,, বার বার বলি_ ""কেন ছেড়ে যাচ্ছ আমায়?? কেন একা করে দিচ্ছ?? কি নিয়ে থাকব আমি?? কাকে ভালোবাসবো?? ইত্যাদি... . অন্যদিকে যখন আমরা আল্লাহকে ছেড়ে চলে যাই অন্যপথে... তখন আল্লাহ বলেন_ ""ওহে বান্দা-বান্দী কোথায় যাচ্ছ আমাকে ফেলে?? কেন আমার ভালোবাসাকে বুঝতে পারছ না?? কেন আমার দিকে ফিরে তাকাচ্ছ না?? কেন আমাকে ভয় করছ না?? কেন আমার ইবাদতে মসগুলো হচ্ছোনা?? আমিতো নিজ হাতে তোমায় সৃষ্টি করেছি... আমার অশেষ নেয়ামতের মাঝে ডুবিয়ে রেখেছি সারাক্ষণ... নিজের শরীরের দিকে তাকাও,, চারপাশের পাহাড়-পর্বত,, পশুপাখির দিকে তাকাও,, কত লক্ষ লক্ষ নেয়ামত তোমার সামনে,, তবুও কেন বুঝতে পারছনা আমায়?? কেন ডাকছ না আমায়?? . আমরা যেমন চলে যাওয়া মৃত কিংবা জীবিত মানুষটার জন্য অপেক্ষা করি,, ঠিক তেমনি মহান আল্

বিশ্বাস অনেক দামি জিনিস,বিশ্বাস এর কাছে টাকাকড়ি সব ফেল।

Image
বিশ্বাস এমন একটা জিনিস যেটা একবার ভেঙে গেলে আর জোড়া লাগে না।

পবিত্র কুরআন মাজিদ মুখস্হ করার সহজ উপায়

পবিত্র কোরআন মুখস্থ করার সহজ উপায়.. আমাদের প্রিয়নবী হজরত মুহাম্মাদ (সা.) বলেছেন, “তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিখে ও অন্যকে শেখায়।” (সহীহ বুখারীঃ ৪৬৫৭) আজ আমরা কিছু টিপস বা পরামর্শ জানবো, যার মাধ্যমে ঐশীগ্রন্থ পবিত্র কোরআন মাজিদ সহজে মুখস্থ বা হিফজ করা সম্ভব হবে- (১) ইখলাস বা আন্তরিকতাঃ নিয়তে বিশুদ্ধতা আনা এবং উদ্দেশ্য সংশোধন করা কোরআন মুখস্থ করার প্রথম শর্ত। এটা অনেকটা এ রকম যে, আমি কোরআন মুখস্থ করব একমাত্র আল্লাহ তায়ালার জন্য। আখিরাতে জান্নাত লাভের মাধ্যমে সাফল্য অর্জনের জন্য। এছাড়া সেই সকল পুরস্কারও অর্জন করা, যা কোরআন তিলাওয়াতকারী ও মুখস্থকারীদের জন্য ঘোষণা করা হয়েছে। মহান আল্লাহ বলেন, “অতএব, আপনি নিষ্ঠার সঙ্গে আল্লাহর ইবাদত করুন। জেনে রাখুন, নিষ্ঠাপূর্ণ ইবাদত আল্লাহরই নিমিত্ত।” (সূরা আল-যুমারঃ ২-৩) অন্যত্র “বলুন আমি নিষ্ঠার সঙ্গে আল্লাহর ইবাদত করতে আদিষ্ট হয়েছি।” (সূরা আল-যুমারঃ ১১) আর যারা শুধুমাত্র লোক দেখানোর জন্য কোরআন তিলাওয়াত ও মুখস্থ করে তারা তো কোনো পুরস্কারই লাভ করবে না, বরং তাদেরকে এ ব্যাপারে জবাবদিহি করতে হবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে, শ