হতাশা,নিজেরাই নিজেদের কাছে টেনে আনি।

🌺🌺👉হতাশা👈🌺🌺

যখন আমাদের খুব কাছের কেউ আমাদের ছেড়ে চলে যায়,, তখন আমরা খুব বেশি ভেঙ্গে পড়ি,, কাঁদতে থাকি... হোক সেটা দুনিয়ার কোন মানুষ,, কিংবা ঐ পাড়ে চলে যাওয়া মানুষ... হতে পারে সেটা নিজের মা-বাবা,, ভাই-বোন,, স্বামী-স্ত্রী,, সন্তান,, বন্ধু-বান্ধব কিংবা অন্য যেকোনো সম্পর্ক...
.
আমরা এতবেশি ভেঙ্গে পড়ি,, বার বার বলি_ ""কেন ছেড়ে যাচ্ছ আমায়?? কেন একা করে দিচ্ছ?? কি নিয়ে থাকব আমি?? কাকে ভালোবাসবো?? ইত্যাদি...
.
অন্যদিকে যখন আমরা আল্লাহকে ছেড়ে চলে যাই অন্যপথে... তখন আল্লাহ বলেন_ ""ওহে বান্দা-বান্দী কোথায় যাচ্ছ আমাকে ফেলে?? কেন আমার ভালোবাসাকে বুঝতে পারছ না?? কেন আমার দিকে ফিরে তাকাচ্ছ না?? কেন আমাকে ভয় করছ না?? কেন আমার ইবাদতে মসগুলো হচ্ছোনা?? আমিতো নিজ হাতে তোমায় সৃষ্টি করেছি... আমার অশেষ নেয়ামতের মাঝে ডুবিয়ে রেখেছি সারাক্ষণ... নিজের শরীরের দিকে তাকাও,, চারপাশের পাহাড়-পর্বত,, পশুপাখির দিকে তাকাও,, কত লক্ষ লক্ষ নেয়ামত তোমার সামনে,, তবুও কেন বুঝতে পারছনা আমায়?? কেন ডাকছ না আমায়??
.
আমরা যেমন চলে যাওয়া মৃত কিংবা জীবিত মানুষটার জন্য অপেক্ষা করি,, ঠিক তেমনি মহান আল্লাহ ওনার গুনাহগার বান্দা-বান্দীদের জন্য অপেক্ষা করেন...
.
যাদের জন্য অপেক্ষা করছি,, যাদের জন্য অশ্রু বিসর্জন দিচ্ছি,, যাদের জন্য কষ্ট পাচ্ছি,, তারা কেউ আমাদের নিঃশ্বাসভাবে ভালোবাসেনা... যদি বেসেও থাকে,, কাল কেয়ামতের ময়দানে কোন কাজেই আসবেনা... একমাত্র নিজের সৃষ্টিকর্তা মহান আল্লাহ এবং গুনাহগার উম্মতের জন্যে কেঁদে যাওয়া রাসূল(সাঃ) ছাড়া...
.
আহাঃ কেন যে শয়তানের ফাঁদে পাড়া দেই আমরা,, কেন ক্ষণিকের দুনিয়ার পিছনে সুখ খুজে আখিরাত ধ্বংস করে ফেলছি??____এই প্রশ্নগুলোর মাঝে যদি নিজের বিবেককে সারাক্ষণ ডুবিয়ে রাখতাম,, এই দুনিয়ার সব কষ্ট আমাদের কাছে অতি তুচ্ছ নগণ্য হয়ে যেতো,, এই ক্ষণিকের দুনিয়ার সুখগুলো আর খুজে বেড়াতামনা... আল্লাহ আমিসহ আমাদের সবাইকে হেদায়াত দান করুক... আল্লাহুম্মা আমিন......💖💖💖

Comments

Popular posts from this blog

যারা বারবার লাথি দিয়ে সাফল্যের তালা খুলতে পারছেন না,তাদের জন্য আমার আজকের লেখা...

আল্লাহ