Posts

আল্লাহ এই মহামারি থেকে আমাদের রক্ষা করুন,আমাদের হেদায়েত দান করুন

'আলী বানাত' তার মত আমাদেরও সুযোগ করে দিয়েছেন আল্লাহ, তবুও আমরা ব্যস্ত দুনিয়াবি ঘুচানো নিয়ে। আলী বানাতের মাঝে ক্যান্সার দিয়ে বুঝিয়েছে তাকে,আর আমার মাঝে নয় আমাদের মাঝে 'করোনা' দিয়ে বুঝিয়েছে আমাকে😭আর আমরা তবুও ভুলে গেছি মৃত্যু আমাদের কতই কাছে!!

আল্লাহ

এত কিছুর পরেও ওনি বন্ধ করেননি আমাদের রিজিক,আর তবুও আমরা আসছি না ফিরে তাহার কাছে😭

নামাজ

আরব তথা মুসলিম বিশ্বের বর্তমান সময়ের জনপ্রিয় লেখক আলী আস-সাল্লাবি চমৎকার বলেছেন- "ওযু যখন গোনাহ ঝড়ে পড়ার কারণ হয়৷ নামাযের উদ্দেশ্যে চলা যখন গোনাহ মিটিয়ে দেয়৷ এক নামাযের পর আরেক নামাযের জন্যে অপেক্ষায় যখন বান্দার মর্যাদা বৃদ্ধি হয়৷ আযান-ইকামতের মধ্যবর্তী সময়ে দুআ করলে যখন তা ফিরিয়ে দেয়া না হয়৷ নামায শেষ করে বসলে ফেরেশতারা যখন আপনার জন্যে ইস্তেগফার করতে থাকেন৷ তাহলে মূল নামাযের ব্যাপারে আপনার কী ধারণা?" মানে নামায সংশ্লিষ্ট বাইরের প্রাসঙ্গিক কাজগুলো যদি এত এত ফযিলতের হয়ে থাকে, তাহলে মূল নামাযের ফযিলত ও তার পুরস্কার যে কত বড় হতে পারে, সেটা সহজেই ধারণা করা যায়৷ কিন্তু হায়! সেই নামাযের ব্যাপারে আমরা কত উদাসীন৷ অথচ প্রতিদিন লক্ষ-কোটি কবরের বাসিন্দা কেবল একটিবার আল্লাহর দরবারে সিজদা করার জন্যে ফরিয়াদ করতে আছে এবং করতে থাকবে অনন্তকাল৷ কিন্তু সেই সুযোগ তারা কখনোই পাবে না৷ লিখেছেনঃ মুফতি জিয়াউর রহমান

যারা বারবার লাথি দিয়ে সাফল্যের তালা খুলতে পারছেন না,তাদের জন্য আমার আজকের লেখা...

যারা বারবার লাথি দিয়ে সাফল্যের তালা খুলতে পারছেন না,তাদের জন্য আমার আজকের লেখা.... বারে বারে লাথি দিলে তালা ঠিকই ভাঙ্গবে, স্বপ্নের দরজাটা একদিন খুলবে। তবে বারে বারে লাথি কিন্তু একটা তালাতেই দিতে হবে। একদিন জেলের তালা, আরেকদিন শপিং মলের তালা আর তার পরেরদিন গার্লফ্রেন্ডের বাসার গেটের তালায় লাথি দিলে কোনটাই খুলবে না। আর লাথি দিতে গেলে যদি মনে ভয় ঢুকে "শেষ পর্যন্ত তালা যদি না ভাঙ্গে" বা আমি যে তালাটা ভাঙ্গতে পারলাম না সেটা যদি কেউ দেখে ফেলে। অথবা একসময় আমার নিজেরই পা ব্যথা করা শুরু হবে, তখন আমি কি করবো। এইটা যেই বড় আর ভারী তালা রে ভাই, এইটা মনে হয় ভাঙ্গবে না। সবে মাত্র বিয়ে করেছি। আগে সংসার টা ঘুচাই নেই, ২/৩ বছর সময় যাক। তারপর বাপ বেটা মিলে এক সাথে ভাঙ্গবো। মাসে মাসে ৮৭ হাজার টাকা ডাইরেক্ট ব্যাঙ্কে ডিপোজিট হয়। তালা ভেঙ্গেতো মাসে মাসে এত টাকা পাওয়া যাবে না। আপনার স্বপ্ন বাস্তবায়নের সবচেয়ে বড় অন্তরায় আপনি নিজে। কারণ, #বনের_বাঘে_খায়_না #মনের_বাঘে_খায় - এ কথাটা অামার অাম্মু প্রায় বলে।  ৯৯% লোক তাদের লক্ষে পৌছতে পারে না, কারণ তারা যাত্রা শুরুই করে না। উইলিয়াম শেড বলেছেন "A sh

CaroNa Virus

#Corona_Virus 🎯করোনা মোটামুটি বড়সড় একটি ভাইরাস। তবুও খালি চোখে দেখা যাবে না, ইলেক্ট্রন মাইক্রোস্কোপ লাগবে এটাকে দেখতে! 🎯এর আকারের কারনে বাজারে পাওয়া যায় এমন মাস্ক এটাকে প্রতিরোধ করতে স্বক্ষম হবে। 🎯যেহেতু এই ভাইরাসটি বাতাসে নয়, মাটিতে অবস্থান করে, তাই এটা বাতাসে ছড়ায় না। 🎯কোন ধাতব তলে বা বস্তুতে করোনা পড়লে প্রায় ১২ ঘন্টা জীবীত থাকতে পারে। তাই সাবান দিয়ে হাত ধুলেই যথেষ্ট হবে। 🎯কাপড়ে এই ভাইরাসটি প্রায় ৯ ঘন্টা জীবীত থাকতে পারে। তাই, কাপড় ধুয়ে নিলে বা রোদে ২ ঘন্টা থাকলে এটি মারা যাবে। 🎯হাতে বা ত্বকে এই ভাইরাসটি ১০ মিনিটের মতো জীবীত থাকতে পারে। তাই, এলকোহল মিশ্রিত জীবানু নাশক হাতে মেখে নিলেই জীবানুটি মারা যাবে। 🎯করোনা গরম আবহাওয়ায় বাঁচে না। ৭০ সেলসিয়াস তাপমাত্রা এটিকে মারতে পারে। কাজেই, ভাল না লাগলেও এখন বেশি বেশি গরম পানি পান করবেন, আইসক্রিম থেকে দূরত্ব বজায় রাখবেন। 🎯লবন মিশ্রিত গরম পানি দিয়ে গারগল করলে গলার মিউকাস পরিষ্কার হবার সাথে সাথে টনসিলের জীবানুসহ করোনাও দূর হবে, ফুসফুসে সংক্রমিত হবে না। 🎯আর, নাকে-মুখে আঙ্গুল বা হাত দেবার অভ্যাস পরিত্যাগ করতে হবে। কারন, মা

পর্দার মাঝে সুখ মিলে❤ আল্লাহর প্রিয় হওয়া য়ায়

আমাদের ক্লাসে একটা মেয়ে ছিলো,মৌলবি টাইপের,মেয়েটার মাঝে আলাদা একটা ব্যক্তিত্ব ছিলো,যেটা আমার খুব বিরক্ত লাগতো। অনার্স লাইফটা যেখানে আমরা সব ফ্রেন্ডরা এনজয় করে কাটাচ্ছি ওই মেয়েটাকে দেখতাম তখন চুপচাপ বসে থাকতো সামনে একটা বই নিয়ে।ক্লাসে স্যার আসতে দেরি হলে যেখানে হৈ-হুল্লোড় করে আমরা ছেলেমেয়ে সবাই মিলে আড্ডা দিতে ব্যস্ত ছিলাম সেখানে মেয়েটাকে দেখতাম মোবাইল নিয়ে বসে থাকতো। মেয়েটাকে কেনো জানি আমার প্রথম থেকেই বিরক্তিকর লাগতো।হাতে পায়ে মোজা পরে,নেকাব লাগিয়ে মেয়েটা ক্লাস করতো,কখনো নেকাব খুলতো না ক্লাসে ইভেন কমনরুমে ও মেয়েদের সামনে নেকাব খুলতো না। আমার কাছে মেয়েটাকে ওভার স্মার্ট মনে হতো বা মাঝে মাঝে মনে হতো যে আটেনশান সিকার। মেয়েটার সাথে আমার কিসের এতো দ্বন্দ্ব ছিলো আমি জানি না। আমাদের হাফ ইয়ার্লি এক্সামের পর সেদিন ক্লাসে রাজিব স্যার জিজ্ঞেস করলেন তোমাদের এখানে রোল ৬০৪ কার? মেয়েটা উঠে দাড়ালো। স্যারঃ তোমার নাম কি? মেয়েটাঃ আয়েশা বিনতে আশরাফ। স্যারঃ আমি কাল রাতে তোমাদের ইকোনমিকস খাতা দেখেছি,সবগুলো খাতার চাইতে তোমার খাতার প্রেজেন্টেশন আমার অনেক ভালো লেগেছে।তোমার লেখা ও অনেক সুন্দর যাকে বল

ভালো আর খারাপ পার্থক্য করছি কি আমরা...

দিনে শেষে কিছু কিছু মানুষ হিসাব করে....কি করেছে সেই কি করেছে? কতই  না পাপ করেছে জেনে না জেনে,বুঝে না বুঝে.. সেই কি সকাল থেকে ঘুমানো অবাদি কোনো ভালো কাজ করেছে,কোনো আমল করেছে.... এসব সেই হিসাব করে যার মাঝে রয়েছে আল্লাহতালার ভয়,মৃত্যুর ভয়❤ আল্লাহ সবার সঠিক বুঝার তৌফিক দান করুক..