যারা বারবার লাথি দিয়ে সাফল্যের তালা খুলতে পারছেন না,তাদের জন্য আমার আজকের লেখা.... বারে বারে লাথি দিলে তালা ঠিকই ভাঙ্গবে, স্বপ্নের দরজাটা একদিন খুলবে। তবে বারে বারে লাথি কিন্তু একটা তালাতেই দিতে হবে। একদিন জেলের তালা, আরেকদিন শপিং মলের তালা আর তার পরেরদিন গার্লফ্রেন্ডের বাসার গেটের তালায় লাথি দিলে কোনটাই খুলবে না। আর লাথি দিতে গেলে যদি মনে ভয় ঢুকে "শেষ পর্যন্ত তালা যদি না ভাঙ্গে" বা আমি যে তালাটা ভাঙ্গতে পারলাম না সেটা যদি কেউ দেখে ফেলে। অথবা একসময় আমার নিজেরই পা ব্যথা করা শুরু হবে, তখন আমি কি করবো। এইটা যেই বড় আর ভারী তালা রে ভাই, এইটা মনে হয় ভাঙ্গবে না। সবে মাত্র বিয়ে করেছি। আগে সংসার টা ঘুচাই নেই, ২/৩ বছর সময় যাক। তারপর বাপ বেটা মিলে এক সাথে ভাঙ্গবো। মাসে মাসে ৮৭ হাজার টাকা ডাইরেক্ট ব্যাঙ্কে ডিপোজিট হয়। তালা ভেঙ্গেতো মাসে মাসে এত টাকা পাওয়া যাবে না। আপনার স্বপ্ন বাস্তবায়নের সবচেয়ে বড় অন্তরায় আপনি নিজে। কারণ, #বনের_বাঘে_খায়_না #মনের_বাঘে_খায় - এ কথাটা অামার অাম্মু প্রায় বলে। ৯৯% লোক তাদের লক্ষে পৌছতে পারে না, কারণ তারা যাত্রা শুরুই করে না। উইলিয়াম শেড বলেছেন "A sh...
ভালা বদ্দা অনর কি খবর?
ReplyDeleteআলহামদুলিল্লাহ।
Delete